প্ল্যাটফর্ম নিউজ, ৪ ডিসেম্বর, ২০২০, শুক্রবার
করোনা মহামারীতে শহীদদের সাথে যুক্ত হলেন আরোও একজন চিকিৎসক। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. শেখ শাহজাহান আলী। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন) গত ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরবর্তীতে গতকাল কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ডা. শেখ শাহজাহান আলী ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের ২১ তম ব্যাচের মেধাবী ছাত্র। তিনি সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক। এছাড়াও তিনি সাতক্ষীরা মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
ছাত্রাবস্থায় তিনি ছিলেন অত্যন্ত প্রতিবাদী, আপোষহীন চেতনার ও বিপ্লবী মানসিকতার। সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে ছাত্রজীবন থেকেই মেডিকেল কলেজের ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।