প্ল্যাটফর্ম নিউজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
কোভিড-১৯ শনাক্তের টেস্টের জন্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপির মৌখিক অনুমতি পেল নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ও হাসপাতাল। গতকাল (১৫ এপ্রিল) নোয়াখালি সিভিল সার্জনের দপ্তর হতে এ তথ্য পাওয়া যায়।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে বাংলাদেশেও। গতকাল পর্যন্ত মোট শনাক্ত ১২৩১ জন, যার মধ্যে নোয়াখালীতে শনাক্ত ১ জন। যদিও এখনও নোয়াখালীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি, কিন্তু আসন্ন পরিস্থিতির ভয়াবহতা চিন্তা করে পর্যাপ্ত প্রস্তুতির অংশ হিসেবে টেস্ট করার জন্যে তৈরী করা হবে নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজও। এতে করে নোয়াখালির মানুষকে টেস্ট করার জন্যে যেতে হবে না নোয়াখালীর বাইরে। যা তাদের জন্যে একদিকে যেমন হয়রানির হতো, তেমনি আক্রান্ত ব্যক্তি থেকে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও থাকত ব্যাপক। তবে, পুরোপুরি প্রস্তুত করতে কি পরিমাণ সময় লাগবে বা আনুমানিক কবে থেকে চালু হবে পরীক্ষা তা নিশ্চিত করে জানানো হয়নি। উল্লেখ্য, করোনা ভাইরাস শনাক্তের জন্যে জৈবসুরক্ষা- ২ লেভেল ল্যাব ও আরটিপিসিআর পরীক্ষার যন্ত্র প্রয়োজন। কাজেই, একটি পরিপূর্ণ পরীক্ষাকেন্দ্র তৈরী সময়সাপেক্ষ। নোয়াখালীতে এখনও ব্যাপকভাবে না ছড়ানোয় সময়ের মধ্যেই পরীক্ষার ল্যাব প্রস্তুতের আশা দেখছেন কর্তৃপক্ষ।