প্ল্যাটফর্ম নিউজ, ১৭ এপ্রিল, ২০২০
ঢাকা মহানগর জেনারেল হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য নির্দিষ্ট হাসপাতাল হিসেবে ঘোষণা দিয়েছে সরকার৷ কিন্তু পর্যাপ্ত পিপিই এবং প্রয়োজনীয় N95 মাস্ক, গ্লাভস ইত্যাদির অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা৷
সরকারের পক্ষ থেকে সব সাপ্লাই আছে বলা হলেও বাস্তবতা ভিন্ন৷ এই হাসপাতালে শপিং ব্যাগের কাপড়ের তৈরী নিম্নমানের পিপিই সাপ্লাই করা হয়েছে, যা কখনোই করোনা ভাইরাস প্রতিরোধী না৷
এছাড়া N95 মাস্ক যেখানে অপরিহার্য, সেখানে দেখা যাচ্ছে কিছুক্ষেত্রে টিস্যু কাপড়ের মাস্ক দেওয়া হয়েছে৷ আর শু কভার না দেওয়ার কারণে বাধ্য হয়ে ডাক্তার ও স্বাস্থকর্মীরা পলিথিন ব্যবহার করছেন আর সাথে গ্লাভস হিসেবে পলিথিনের গ্লাভস৷ অথচ মাত্র কয়েকটি করোনা রোগীর সেবা দেওয়ার জন্য প্রস্তুতকৃত হাসপাতালের মধ্যে এটি একটি৷
এ হাসপাতালে দায়িত্বরত একজন চিকিৎসক সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল ১৬ এপ্রিল আক্ষেপ করে বলেন, “খেলনা বন্দুক দিয়ে ময়দানে নামলে এর নাম যুদ্ধ না হয়ে ‘আত্মহত্যা’ বলাই বেশি সমীচীন। জনগণের টাকায় পড়ার প্রতিদান হয়তো জীবন দিয়েই শোধ করতে হবে। পরম করুণাময়ের কাছে ‘করুণা’ ভিক্ষা এবং সিরিয়ার শিশুটির মত ‘আল্লাহর কাছে বিচার দেয়া’ ছাড়া আপাততঃ আর কোন রাস্তা নেই!”
উল্লেখ্য, ঢাকার বাবুবাজারে অবস্থিত এই করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বশেষ তথ্যমতে মোট রোগী আছেন ৪৫ জন। তার মধ্যে করোনা পজিটিভ ৩৫ জন ও সাসপেক্টেড ১০ জন।
নিজস্ব প্রতিবেদক/ শেখ লুৎফুর রহমান তুষার