প্ল্যাটফর্ম নিউজ, ২২ এপ্রিল ২০২০, বুধবার
কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ফিরলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর সাবেক উপ-উপাচার্য এবং চর্ম ও যৌনরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার।
করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টিনে থেকে সুস্থ হয়েছেন শহীদুল্লাহ সিকদার ও তার মেয়ে। ১৪ দিনের মাথায় দুই দফা টেস্টে দুই জনেরই নেগেটিভ ফলাফল এসেছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস শনাক্তকরণে চালু হওয়া ল্যাবরেটরিতে বুধবার (৮ এপ্রিল) নমুনা পরীক্ষায় ডা. শহীদুল্লাহর করোনাভাইরাস ধরা পড়ে বলে জানা যায়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) বেতার ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনাভাইরাস ল্যাবরেটরিতে ১লা এপ্রিল থেকে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম চলছে।
স্টাফ রিপোর্টার/ শরিফ শাহরিয়ার