প্ল্যাটফর্ম নিউজ, ১৭ আগস্ট, ২০২১, মঙ্গলবার
করোনা পরবর্তী জটিলতায় না ফেরার দেশে পাড়ি জমালেন মানবিক চিকিৎসক খ্যাত ডা. সন্দীপন দাশ। গত বছর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাশের বিছানায় থাকা সহকর্মীর হৃদস্পন্দন পরীক্ষা করতে, ক্যানুলা হাতে উঠে গিয়েছিলেন নিজেই। পরোপকারী মহানুভবতার এই নিদর্শনে বেশ প্রশংসিতও হয়েছিলেন। অথচ এ বছর তিনি নিজেই কোভিড পরবর্তী জটিলতায় পৃথিবীর মায়া ত্যাগ করলেন।
ডা. সন্দীপন দাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৯ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।
গতকাল, ১৬ আগস্ট (সোমবার) চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। উল্লেখ্য, প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির তথ্যমতে দেশে কোভিড অথবা কোভিড পরবর্তী জটিলতায় মৃত্যুবরণকারী ২৩৬ তম চিকিৎসক তিনি।
তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।