প্ল্যাটফর্ম নিউজ, ১০ ডিসেম্বর, ২০২০, বৃহস্পতিবার
গতকাল ৯ ডিসেম্বর, বুধবার ঝিনাইদহ জেলা বিএমএ কতৃর্ক করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক মাস্ক বিতরন কর্মসূচীর আয়োজন করা হয়।
এতে অংশগ্রহন করেন ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ, বিএমএ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার , বিএমএ ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. রাশেদ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, দপ্তর সম্পাদক ডা. জাকির হোসেন, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা. লিমন পারভেজ স্যার সহ ঝিনাইদহের ডাক্তারবৃন্দ, স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ৷
অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ বিএমএ এর সভাপতি ডা. মুন্সী মোহাম্মদ রেজা সেকেন্দার ৷
উক্ত অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন ঝিনাইদহ জেলা মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন।