প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
দেশে করোনভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের শিক্ষার্থীরা জনসাধারনের জন্য কয়েকটি হটলাইন নম্বর চালু করেছে যাতে যে কেউ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছ থেকে সহায়ক তথ্য এবং পরামর্শ পেতে পারে।
আয়োজকদের একজন ডা. মাহবুবুর রহমান রাজীব বলেছেন,
“এখন এই স্বাস্থ্য সংকটে আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকদের সমন্বয়ে একটি গ্রুপ তৈরি করেছি এবং কলদাতাদের তথ্য সরবরাহ করে চলেছি।”
তিনি আরও বলেন,
“নম্বরগুলি ২৮/৭ খোলা রয়েছে এবং আমরা শুক্রবারে ১২০০ এর অধিক এবং শনিবার ১৪০০ এরও বেশি কল পেয়েছি।”
আয়োজকরা জানিয়েছেন, স্বেচ্ছাসেবীরা কলদাতাদের করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা এবং তাদের নিকটবর্তী স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলির তথ্য সরবরাহ করেন। অন্য আয়োজকরা হলেন অলিয়া মাহজাবিন, নিলয় প্রসাদ চক্রবর্তী, রেহান আক্তার এবং আসাদুজ্জামান শুভ।
স্বেচ্ছাসেবীদের একজন রাসমা মুজাফফর বলেছেন,
“আমরা চিকিৎসা দিই না তবে কলদাতাদের লক্ষণগুলি শুনি এবং ডাব্লুএইচওর নির্দেশিকাগুলির সাথে তুলনা করে তাদের পরামর্শ দিই।”
তিনি আরও বলেছিলেন,
“যদি কোনও রোগী জ্বর সম্পর্কে অভিযোগ করে এবং উদ্বেগ প্রকাশ করে তবে আমরা কেবল তাকে তার পরিবারের সদস্যদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে থাকি। আমরা তাদের প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে বলি।”
বিশ্ববিদ্যালয়টির জনস্বাস্থ্য বিভাগ দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই এমন কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় তারা এই টেলিসেবা পুনরায় চালু করে।
তথ্যসূত্র: দ্যি ডেইলি স্টার