২ এপ্রিল ২০২০: করোনা দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত চট্টগ্রাম মা, শিশু ও জেনারেল হাসপাতাল।
সংক্রমণ রোধে যেভাবে হাসপাতালটিকে প্রস্তুত করা হয়েছে হাসপাতালে আগত সকলকে তা মেনে চলার আহ্বান।
ডাক্তার তাঁর কাজ করছেন,
করছেন তাঁর সহকর্মীরাও।
আপনি সহযোগিতা করছেন তো?
ছবি ১
হাসপাতালের প্রবেশমুখ। ২টি বেসিন। ভেতরে প্রবেশের আগে, বের হবার পর হাত ধোয়ার ব্যবস্থা।
হাসপাতাল ফার্মেসির সামনে। সামাজিক দূরত্ব বজায় রাখতে মেঝে চিহ্নিত করা হয়েছে। একজন ক্রেতা লাইন পেরিয়ে আরো কাছাকাছি চলে গেছেন। জানালায় প্লাস্টিকের প্রতিবন্ধকতা আছে কিনা বুঝা যাচ্ছে না।
ছবি ৩
টিকেট কাউন্টার। সামাজিক দূরত্ব চিহ্নিত।
ছবি ৪
রোগী অপেক্ষা করার স্থানের আসনগুলো উঠিয়ে নেয়া হয়েছে। জনঘনত্ব কমাতে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি।
মেঝে জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে।