প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
করোনা ভ্যাক্সিন আবিষ্কারে সারা বিশ্বে বেশ কিছু কোম্পানী কাজ করে চলছে। তার মধ্যে কয়েকটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এই প্রথম ফাইজার ও বায়োএনটেক বলছে, করোনা ভাইরাসের আক্রমণ থেকে লোকজনকে রক্ষা করতে তাদের টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর বলে প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে।
তারা জানায়, এখনও পর্যন্ত ৬ টি দেশে ৪৩,৫০০ জনের শরীরে এই টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে এবং এতে ঝুঁকিপূর্ণ কিছু দেখা যায়নি। এ মাসের শেষ নাগাদ জরুরী প্রয়োজনে এই টিকা ব্যবহারের পরিকল্পনা করছে বলে তারা জানায়।
এই টিকাটির ক্ষেত্রে একেবারে ভিন্ন ধরনের একটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যাতে মানবদেহের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে প্রশিক্ষিত করে তোলার জন্য ভাইরাসটির জেনেটিক কোড শরীরে ইনজেক্ট করা হয়।
যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং তুরস্কে এই টিকার পরীক্ষা চালানো হয়েছে।
তিন সপ্তাহ ব্যবধানে এই টিকার দুটো ডোজ দিতে হয়। পরীক্ষায় দেখা গেছে দ্বিতীয় ডোজ দেওয়ার সাত দিন পর ভাইরাসটি প্রতিরোধে মানবদেহে ৯০ শতাংশ সক্ষমতা তৈরি হয়েছে।
সূত্রঃ বিবিসি