প্ল্যাটফর্ম নিউজ, ১ জুন, ২০২১, মঙ্গলবার
করোনা ভাইরাস পরবর্তী ফুসফুসজনিত জটিলতায় মৃত্যুবরণ করলেন ডা. মোঃ ফরিদ খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গত ২৯ মে, ২০২১ শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি কোভিড পজিটিভ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরে করোনা ভাইরাস পরবর্তী ফুসফুসজনিত জটিলতার কারণে গত ২৯ মে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ডা. মোঃ ফরিদ খান ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৮ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী৷ এরপর ১৯৮২ সালে তিনি সরকারি চাকুরিতে যোগদান করেন এবং একই সাথে সার্জারির প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে ১৯৯৫ সালে তিনি বিসিএস পদে নিযুক্ত হন। এছাড়াও তিনি জেলা পর্যায়ের সকল সরকারি হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা, বান্দরবান সদর হাসপাতালে পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে নিযুক্ত হন। ২০১০ সালে তিনি জাতিসংঘ শান্তি মিশনে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।