প্ল্যাটফর্ম প্রতিবেদন, ১১ সেপ্টেম্বর, ২০২০, শুক্রবার
প্রাণঘাতী এই করোনা ভাইরাস জনিত জটিলতায় এবার শহীদ হয়ে চিকিৎসকদের মিছিলে যুক্ত হলেন রংপুর হারাগাছ ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডা. শাহজাহান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। আজ ১১ সেপ্টেম্বর, শনিবার সকাল ৮.০০ ঘটিকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
করোনা ভাইরাস জনিত জটিলতার কারণে দুইদিন আগে তাকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকার একটি হাসপাতালে আনা হয় এবং হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাকে রাখা হয়। পরবর্তীতে তাঁর অবস্থার অবনতি হলে আজ সকাল ৮.০০ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও তাঁর ডায়াবেটিস, সেকেন্ডারি হাইপারটেনশন এবং ক্রনিক কিডনী ডিজিজ সংক্রান্ত নানাবিধ জটিলতা ছিল।
ডা. শাহজাহান রংপুর মেডিকেলের ৬ষ্ঠ ব্যাচের একজন সাবেক মেধাবী ছাত্র ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গিয়েছেন। তাঁর পুত্র পেশায় একজন চিকিৎসক। তাঁর স্ত্রী এবং কনিষ্ঠ কন্যা বর্তমানে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছেন।
তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।