প্ল্যাটফর্ম নিউজ,
মঙ্গলবার, ৫ মে, ২০২০
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত রাজধানীর আটটি করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্মরত চিকিৎসকদের জন্য ফ্রি তিনটি জরুরি বাস সার্ভিস চালু করছে ‘মেডিসিন ক্লাব’। মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই সমাজসেবা মূলক সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর সোমবার (৪ মে, ২০২০) অনুমোদন দিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।
স্বাস্থ্য অধিদপ্তররের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, হাসপাতালের পরিচালকদের সঙ্গে আলোচনা করে মেডিসিন ক্লাবের এই উদ্যোগ পরিচালনার অনুমতি দেয়া হলো এবং ঢাকা মহানগরীর সকল ডেডিকেটেড করোনা হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সুবিধার্থে স্বাস্থ্য অধিদপ্তর এই কর্মসূচি পালন করতে উৎসাহ প্রদান করছে।
এ ব্যাপারে মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. আরমান হোসেন এবং সাধারণ সম্পাদক বাসারাত কাওছার জানান, এই সঙ্কট সময়ের অগ্রগামী যোদ্ধাদের জন্য মেডিসিন ক্লাবের আয়োজনে এবং ডেল্টা মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় ঢাকায় কর্মরত চিকিৎসকদের জন্য এই ট্রান্সপোর্ট সার্ভিস চালু করার পরিকল্পনা কর হয়।
নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি