শুক্রবার, ১৫ মে, ২০২০
করোনা হাসপাতাল ব্যবস্থাপনার বিভিন্ন অসংগতির যেমন সমালোচনা করি, তেমনি সংগতিগুলোর প্রশংসা করতেও পিছপা হব না:
অনেক অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ও ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন স্যারকে।
করোনা ডেডিকেটেড ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত পরিমাণ উৎকৃষ্ট মানের সুরক্ষা সামগ্রী (পিপিই: KN-৯৫ মাস্ক, গাউন, গোগলস, ফেস শিল্ড, ক্যাপ, গ্লাবস, শো কাভার, সার্জিকাল মাস্ক, সেনিটাইজার), হোটেল রিজেন্সি (ডাক্তার), হোটেল সুন্দরবন (নার্স) এ থাকা, স্বাস্থ্যসম্মত খাবার, ট্রান্সপোর্টের এই সুব্যাবস্থা করার জন্য।
এখানে করোনা রোগীদের জন্য আলাদাভাবে মেডিসিন, শিশু, সার্জারী, গাইনী & অবস, আইসিইউ বিভাগ রয়েছে। এটাই একমাত্র হাসপাতাল যেখানে সন্দেহভাজন ও নিশ্চিত করোনা রোগীদের জন্য আলাদা ইউনিট আছে। এখানে করোনা আক্রান্ত রোগীদের ইমার্জেন্সি অপারেশনের ব্যবস্থা আছে।
যেহেতু করোনা রোগীর উপসর্গভিত্তিক চিকিৎসা ছাড়া তেমন কিছু করার নেই , তাই আসুন তাদের পর্যাপ্ত পরামর্শ, মানসিক সমর্থন সহ তাদের প্রতি আরো একটু মানবিক হই।
(নিজ নিরাপদ থাকি, অন্যকে নিরাপদ রাখি)
ডা. কামাল হোসেন
শিশু-গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট
শিশু করোনা ইউনিট
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল