প্ল্যাটফর্ম নিউজ, ৩০ জুন, ২০২০, মঙ্গলবার
প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার
একাদশ ব্যাচ,
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম), বরিশাল
মনোরোগ বিশেষজ্ঞ বন্ধু অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল আজিজুল ইসলাম করোনা পজিটিভ। এ খবরটি গতকাল রাতে সাইকিয়াট্রিক এসোসিয়েশনের জুম মিটিং এ সে সবাইকে অবহিত করে৷
আগেরদিন আমার খোঁজ নিতে গিয়ে বলেছিল,
“আমার শরীরটাও ভাল যাচ্ছে না৷”
টেস্ট করতে বললাম, রাজি হচ্ছে না৷ আরেকটু কঠিনভাবে বলাতে সম্ভবত কাল সে পরীক্ষা করে ও পজিটিভ রেজাল্ট পায়৷
এমনভাবে প্রচুর মানুষ টেস্ট না করানোর কারণে নিজেদের পজিটিভ হওয়ার কথা জানতে পারছে না৷ হাজার মানুষ তার মাধ্যমে আক্রান্ত হচ্ছে৷ চিকিৎসকরা কেন বেশি আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে- এ প্রশ্নের সহজ কোন উত্তর আমার জানা নেই৷ আমি নিজে চিকিৎসক হওয়ার কারণেই বিষয়টা নিয়ে ভীষণ উদ্বিগ্ন৷
তাঁরা রোগী সান্নিধ্যে বেশি যাচ্ছেন এটাই প্রধান কারণ৷ এছাড়াও উদাসীনতা এবং অবহেলা কোন কারণ কি না ভেবে দেখার সময় এসেছে৷
আমার কন্টাক্টে ছিলেন এমন নন মেডিকেলদের টেস্ট করতে বললে যত দ্রুত তারা রেস্পন্স করছেন, মেডিকেল কলিগরা তা করছেন না৷
তারা বলছে,
“উপসর্গ নেই- কেন করবো?”
এর কী জবাব দেব? মেডিকেল সাইন্স পড়াটাই বৃথা হয়ে গেল বোধহয়! আপনাদের যাদের পক্ষে যেখানে সম্ভব, ফ্রি হোক বা টাকা দিয়ে হোক টেস্ট করে ফেলুন। পজিটিভ হলে-
- ঘরে থাকবেন,
- চিকিৎসা নেবেন,
- অন্য কারো মধ্যে আর ভাইরাস ছড়াবেন না৷ সমাজের আর দশজনের জন্য বিপদ ডেকে আনবেন না৷
যেসকল জেলাগুলোতে প্রাইভেট মেডিকেল কলেজ আছে, সরকার তাদের বাধ্যতামূলকভাবে আরটি পিসিআর মেশিন কিনে টেস্ট করতে বলুক৷ ব্যাঙের ছাতার মতো মানহীন মেডিকেল কলেজ করে বহু টাকা স্টুডেন্টদের বাবা মার কাছ থেকে ওনারা নিয়েছেন৷ এই ন্যাশনাল ক্রাইসিসে তারা পয়সার বিনিময়েই এতটুকু কাজে এগিয়ে আসুক৷
সরকার কেন সরকারি মেডিকেল কলেজগুলোতে টেস্টের ব্যবস্থা করছে না সেটাও বুঝে আসছে না! করোনার বাজেটের টাকা দিয়ে কি শুধু ট্রিটমেন্ট করা হবে, আইসিইউ বানানো হবে, ভেন্টিলেটর কেনা হবে? আরটি পিসিআর কিনুক, ল্যাবতো আছেই৷ প্যাথলজিস্ট আছে, কোথাও হেমাটোলজিস্ট – ভাইরোলজিস্ট আছে৷
সচেতনতা শুধু কোভিড হাসপাতালে চাকরিরত ডাক্তারকে বাসা ভাড়া না দিতে চাওয়া, মানহীন মাস্ক পড়ে যত্র তত্র ঘুরে বেড়ানো ও হাত ধোয়ার মধ্যেই সীমিত আছে৷ আরেক ধাপ এগিয়ে নিজের পরীক্ষাটা করিয়ে নিন৷ নিজেকে শঙ্কামুক্ত ভাবুন, অন্যদের ঝুঁকিহীন রাখুন৷