প্ল্যাটফর্ম নিউজ, ২১ অগাস্ট, ২০২০, শুক্রবার
প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার
একাদশ ব্যাচ,
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম), বরিশাল
আমি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছি৷ আরেকজন খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞ বন্ধু ভাবীকেসহ ভর্তি চারতলায়৷ প্রতিদিন দেখতে যাই- ভাল আছেন৷
চিকিৎসারত ছিলেন আমাদের শিক্ষক প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর গোপাল শংকর দে স্যার৷ কিছুক্ষণ আগে মারা গেলেন৷ মনোবল ধরে রাখার গল্প আমি নিজেও বলি, অন্য মনোরোগ বিশেষজ্ঞরা বলেন৷ বলেন সুধীজন সকলেই৷
এভাবে সিনিয়র শিক্ষকরা শিকারির গুলিতে শীতের পাখিদের মারা যাবার মতো ঝাঁকে ঝাঁকে মারা যাবেন আমরা বাতাসের উপর মনোবল ধরে রাখার গীত গাইবো – তা হয় না৷ গলদ কোথায়? সমস্যা কি খুঁজে বের করতে হবে। কি কারণে অধিক চিকিৎসক এতো অল্প সময়ের ব্যবধানে মারা গেলেন কারণগুলো জানতে হবে৷ আমাদের পেশার এই মানুষগুলোর অকালে চলে যাওয়ার পিছনে সম্ভাব্য কি কি কারণ আছে, কি করা যেত, তাদের ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থার ত্রুটি বা চিকিৎসায় কোন বিলম্ব – একেকজনের ক্ষেত্রে একেক কারণ হয়তো থাকবে, কিন্তু সবটা জানতে চাই৷
গোপাল স্যারের মৃত্যু সংবাদে আমি শুধু কষ্টই পাচ্ছি না, অনেকটাই বিচলিত৷