গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা- সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এর দিক নির্দেশনায় এবং প্ল্যাটফর্মের সার্বিক সহযোগিতায় কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জে ১ অক্টোবর, ২০১৮, বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হল “বিশ্ব জলাতংক দিবস : ২০১৮”।
“জলাতংক:অপরকে জানান,জীবন বাঁচান” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং মেডিকেল শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে র্যালী, জলাতংক বিষয়ক সায়েন্টিফিক সেমিনার,জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে লিফলেট বিতরণ,কাউন্সেলিং এবং সিগনেচার ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
এই আয়োজনের অংশ হিসেবে গতকাল বিকেলে কলেজ ক্যাম্পাস এবং হাসপাতালের বিভিন্ন বিভাগে সিডিসি-র সরবরাহকৃত জলাতংক নিয়ে সচেতনতামূলক পোস্টার লাগানো হয়। পূর্ব নির্ধারিত কর্মসূচী এবং অফিসিয়াল নির্দেশ অনুযায়ী আজ সকাল ১০টায় সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সকল বর্ষের শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাস থেকে র্যালীর আয়োজন করা হয়।
র্যালী শেষে আয়োজিত সায়েন্টিফিক সেমিনারে সভাপতিত্ব করেন কর্ণেল মালেক মেডিকেল কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর ডা. মোঃ আখতারুজ্জামান স্যার। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সেমিনারে জলাতংক বিষয়ক সাধারণ পরিচিতি,এ রোগের বৈশ্বিক পরিস্থিতি ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় এ রোগের প্রকোপ, ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিস, কীভাবে এ রোগ ছড়ায়, রোগের লক্ষণসমূহ, জলাতংক প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোঃ মিজানুর রহমান স্যার এবং মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. ইমতিয়াজ আহমেদ স্যার।
এছাড়াও বক্তব্য রাখেন অফথ্যালমোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. মোঃ আনিসুজ্জামান স্যার এবং বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান ডাঃ মোঃ বজলুল করিম চৌধুরী স্যার। সবশেষে সমাপনী বক্তব্য রাখেন শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার। তিনি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য প্ল্যাটফর্ম প্রতিনিধি এবং এক্টিভিস্টদের ধন্যবাদ জানান।
সেমিনার শেষে প্রিন্সিপাল স্যারের স্বাক্ষর গ্রহণের মধ্য দিয়ে সিগনেচার ক্যাম্পেইন শুরু করা হয়। তারপর প্রিন্সিপাল স্যার, হাসপাতালের ডিরেক্টর স্যার, অন্যান্য শিক্ষকবৃন্দের উপস্থিতিতে হাসপাতালের আউটডোরে ও অন্যান্য বিভাগে আগত রোগী ও তাদের স্বজনদের মাঝে লিফলেট বিতরণ, তাদেরকে জলাতংক রোগ সম্পর্কে কাউন্সেলিং করে সিগনেচার শিটে স্বাক্ষর গ্রহণের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় আজকের আয়োজন।
Platform CMMC Unit এর সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টাতেই আজকের আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এই প্রথমবারের মত প্ল্যাটফর্মের সদস্য হিসেবে আমাদের মেডিকেলে বড় পরিসরে এই আয়োজনটাকে সফল করতে সর্বাত্মক সহযোগীতা করেছেন, CMMC Plactivist ৫ম বর্ষের শিক্ষার্থী তরিকুল, লিজা, রাজেশ, ৪র্থ বর্ষের ওলী, অভিজিৎ, সুমাইতা, ৩য় বর্ষের একান্ত, দেবলীনা, আমিরাত।
NISHAT TASNIM
5th Year,
Colonel Malek Medical College,Manikganj.