প্রায়সই বিভিন্ন জায়গায় কর্মস্থলে হামলা ও লাঞ্চনার শিকার হয়ে আসছে কর্তব্যরত চিকিৎসক গন। সাধারন চিকিৎসকরা দাবি তোলে, কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
গত ১০ এপ্রিল কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত রিট মামলার একটি শুনানী শেষ হল।
বেশ দীর্ঘ শুনানীর পর, সকল তথ্য বিবেচনা করে, হাইকোর্ট সরকারকে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়েছে। তাছাড়া, ২ মাসের সময় বেধে দিয়েছে Doctor-দের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হাইকোর্টে এসে প্রতিবেদন দিতে কি কি ব্যবস্থা নিয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে। আবার দুই মাস পরে শুনানী অনুষ্ঠিত হবে।
অফিসিয়ালি আদেশ জারি হলে বিস্তারিত লিখিত কপি পাওয়া যাবে।
উল্লেখ্য, রিট অনুষ্ঠিত হয় ১৪ নং কোর্টে, মামলা নম্বর ছিল ৬৩ নং এবং শুরু হয় সকাল সাড়ে নয়টায়।
এই মামলায় অগ্রণী ভুমিকা পালন করার জন্য চিকিৎসকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে অধ্যাপক ডা. নোমান স্যার কে।
HighCourt-এ উপস্থিত ছিলেন ডা: জহির, ডা: তরফদার জুয়েল, ডা: কামরুল হাসান, ডা: নিপুন হাজরা, ডা: হিমেল সহ আরও আরও অনেক!
.
Govir rate news!!
স্যপ্রার কে প্রান ঢালা অভিনন্দন।
.