বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল রেখেছে একাডেমিক কাউন্সিল। বুধবার (৯ অক্টোবর) কাউন্সিল মিটিংয়ে সকল ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ২৪ আগষ্ট ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে উপাধ্যক্ষের সভাপতিত্বে বিশেষ সভায় সকল শিক্ষকের সম্মতিক্রমে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের কথা উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়েছিল। এরই প্রেক্ষিতে গতকালের কাউন্সিল মিটিংয়ে এই সিদ্ধান্ত বহাল রাখা হয়।
একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, গতকাল কাউন্সিলের সভায় সকল ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় তারা বেশ কিছু দাবি জানালেও সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়।
ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল রাখার পাশাপাশি বাকি দুই সিদ্ধান্ত হল–
১. ম৫৬-ম৬১ পর্যন্ত যাদের নাম ব্যাচ সিদ্ধান্তে আসেনি, তাদের বিরুদ্ধে নতুন করে সবার অগোচরে জমা দেওয়া কোনো তালিকা গ্রহণ করা হবে না। তবে ম৫৬ এর উপরে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে, যেহেতু সে ব্যাপারে ব্যাচ ডিসিশন হয়নি, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে অভিযোগ নিতে পারে।
২. ছাত্রাবাসগুলোতে বর্তমান শিক্ষার্থী ছাড়া বাকিরা থাকতে পারবে না। অবিলম্বে তাদেরকে ইন্টার্নি হোস্টেল বা অন্যত্র সরে যেতে হবে।
একাডেমিক কাউন্সিল মিটিংয়ে সভাপতিত্ব করেছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খান।
প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী