প্ল্যাটফর্ম নিউজ, ৫ ই আগস্ট, ২০২০, বুধবার
অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
চিকিৎসক, কাউন্সিলর
ফিনিক্স ওয়েলনেস সেন্টার বাংলাদেশ
Eric Berne used to say that, “We are all born as princes and princesses and that life and our experiences in it transform us into frogs. ”
আসলেই আমরা সবাই রাজকন্যা বা রাজপুত্র হয়েই জন্ম নেই, তারপর দিনযাপনের ক্লান্তি, গ্লানি, অসহায়ত্ব আস্তে আস্তে আমাদেরকে একটু একটু করে রূপকথার সেই কুৎসিত ব্যাঙ এ রূপান্তরিত করে। আমরা প্রতিদিন মনের অদৃশ্য আগুনে অল্প অল্প করে পুড়ে ছাই হই।
এই রাজকন্যা/ পুত্র থেকে ব্যাঙ রূপান্তরের প্রক্রিয়া শুরু হয় সেই কিন্তু ছোট্টবেলা থেকেই। যখন পরীক্ষায় খারাপ নম্বর পেলে মা বলতেন, অমুকের পা ধোয়া পানি খা। আবার যখন সুন্দরী বা বড়লোকের হাত ধরে প্রেমিক/ প্রেমিকা ছেড়ে যায় অথবা জীবনসঙ্গী পরকিয়ায় ঝুঁকে তখন।
এভাবেই প্রতিটা রিজেকশনে মনের পৃথিবীতে আমরা ব্যাঙ হই ধীরে ধীরে। হারিয়ে ফেলি কৈশোরের মুগ্ধতা, আনন্দ পাওয়ার সুরগুলি।
তারপর সেই পুরাতন কাউন্সেলিং টেবিলের গল্প۔
আমরা নিজে ক্ষত বিক্ষত হই। কাছের মানুষগুলির সাথে একই ছাদের তলায় থেকেও মানসিক ভাবে নির্বাসিত হই একলা দ্বীপে।
ঠিক যেমন আত্মহত্যা করতে চাওয়া মেয়েটির বাবার আমার কাছে আত্মউপলব্ধি,
“হিংস্র হয়ে গেছি, মেয়ের গায়ে হাত তুলবো স্বপ্নেও ভাবি নাই। আজকাল মারি, গালি দেই, মেয়েটা এখন আমার সামনে কাঁদেও না, যদি বিরক্ত হই!”
কাউন্সেলিং কিন্তু মেয়েটির থেকেও বাবাটার বেশি দরকার। কারণ উনি দীর্ঘ দিন ব্যাঙ হতে হতে সেই নিষ্ঠুর আঁচে তার উপর ডিপেন্ডেন্ট মানুষগুলিকেও কুলকাঠের চিতায় পোড়াচ্ছেন।
অন্যের দেয়া কষ্ট থাকবেই, কিন্তু তার দহনে আমি ব্যাঙ হবো কিনা এই সিদ্ধান্ত শুধু আমার।
এখন থেকে আপনি কি করবেন?
গতানুগতিক ব্যাঙ হবার রাস্তায় হাঁটবেন নাকি
‘ভিতরের আমি’র রাজকন্য/ পুত্র থাকার ভুলে যাওয়া ট্রেইল খুঁজবেন?
যারা তার থেকে নিচু পদমর্যাদার মানুষকে সন্মান করেন তাদের জন্য অনেক ভালোবাসা।