বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ৪৩ তম সন্ধানী কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪ মার্চ ২০২৫, রোজ শুক্রবার সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সন্ধানী কেন্দ্রীয় পরিষদ সেশনঃ ২০২৩-২৪ এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ রোকনুজ্জামান এবং সাধারণ সম্পাদক মুকাররাবিন হক নিবিড় স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি অবগত করা হয়।
নোটিশে আরো জানানো হয়, সন্ধানী কেন্দ্রীয় পরিষদ দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছে যে, ৪৩তম সন্ধানী কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন আগামী ১৪ মার্চ ২০২৫ সন্ধানী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিটে অনুষ্ঠিত হবে।
সম্প্রতি একটি অবৈধ ও বিতর্কিত “অন্তবর্তীকালীন সন্ধানী কেন্দ্রীয় পরিচালনা কমিটি” বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিয়েছে যে, তারা সোহরাওয়ার্দীতে সম্মেলন আয়োজন করবে। আমরা এই মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারের তীব্র নিন্দা জানাই এবং সকল সন্ধানী সদস্যদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাই।
সন্ধানী কেন্দ্রীয় পরিষদের তত্ত্বাবধানে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সম্মেলনে সকল ইউনিটের প্রতিনিধি ও উপদেষ্টাদের উপস্থিতি একান্তভাবে কাম্য।
প্ল্যাটফর্ম/