X

কাল থেকে ৭ জেলায় লকডাউনঃ মন্ত্রিপরিষদ বিভাগ

প্ল্যাটফর্ম নিউজ, ২১ জুন, ২০২১, সোমবার

বর্তমানে বাংলাদেশে করোনায় সংক্রমণ হার এবং সাথে মৃত্যু হার আশংকাজনক ভাবে বেড়েই চলেছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে এবং একই সময় নতুন করে ৪৬৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জনস্বাস্থ্যের স্বার্থে করোনার সংক্রমণকে সীমিত করার জন্য সাত জেলায় আবারও লকডাউন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

করোনার প্রকোপ কমিয়ে আনার লক্ষ্যে আগামী ২২ জুন, মঙ্গলবার থেকে ২৮ জুন, সোমবার পর্যন্ত সাত জেলায় এ লকডাউন কার্যকর করা হয়।

(জেলা গুলো হলঃ রাজবাড়ী, গাজীপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ) এ সকাল ৬ টা থেকে মধ্যরাত পর্যন্ত জনসাধারণের চলাচলসহ সকল যান (পন্যবাহী যানবাহন ছাড়া) চলাচল বন্ধ থাকবে।

Sayeda Alam:
Related Post