২৯ জানুয়ারি ২০২০: চীনের ইউহান শহর থেকে উৎপত্তি নেয়া নোভেল করোনা ভাইরাসে (2019-nCoV) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ এ, আক্রান্ত আরো প্রায় ৬০০০ মানুষ। ভাইরাসটি ছড়িয়ে পড়ছে চীনসহ মোট ১৯টি দেশে।
এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসের কোন রোগী পাওয়া যায় নি। তবে এই বিশ্ব বিপর্যয়ে প্রস্তুতি নিয়ে রাখতে হবে আগে থেকেই। এ উদ্দেশ্যেই আজকের এই লেখা।
করোনা ভাইরাস
করোনা ভাইরাস এক প্রজাতির ভাইরাস যেটি সাধারণ সর্দিকাশি সহ মিডল ইস্ট রেস্পিরেটরি সিন্ড্রোম(MERS) এবং সিভিয়ার একিউট রেস্পিরেটরি সিন্ড্রোম(SARS) জাতীয় ভয়ঙ্কর কিছু রোগ ছড়িয়ে থাকে।
এই ভাইরাসটির অনেক প্রজাতি রয়েছে, যার মধ্যে মাত্র ৭টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে।
করোনা ভাইরাসের লক্ষণ
করোনা ভাইরাস সংক্রমণের প্রধান লক্ষণসমূহ হলো
– জ্বর
– কাশি এবং
– শ্বাসকষ্ট।
এক্ষেত্রে সংক্রমণের তীব্রতা বাড়লে নিউমোনিয়া, বৃক্ক ও অন্যান্য প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
করোনা ভাইরাস যেভাবে ছড়ায়
বিজ্ঞানীদের মতে, করোনা ভাইরাস শুধুমাত্র পশু পাখি থেকে মানুষে ছড়ায় না, একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহেও ছড়াতে পারে।
এ ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। সাধারণ ফ্লু বা ঠান্ডা লাগার মতো করেই এ ভাইরাস ছড়ায় হাঁচি-কাশির মাধ্যমে।
চিকিৎসা
ভাইরাসটি নতুন হওয়াতে এখনই এর কোনও টিকা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি। এমনকি এমন কোনও চিকিৎসাও নেই, যা এ রোগ ঠেকাতে পারে।
আক্রান্ত ব্যক্তিকে অন্যান্য সাধারণ সর্দিকাশির চিকিৎসার মতই চিকিৎসা দেওয়া হয়,
– বিশ্রাম
– পরিমিত পরিমাণ পানি পান
– জ্বর এবং শ্বাসতন্ত্রের প্রদাহের জন্য ঔষধ
করণীয়
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে মানুষকে বেশ কিছু পরামর্শ দিয়েছে।
– সাবান দিয়ে ভালো ভাবে হাত ধুয়ে নিন অথবা জীবাণু নাশক তরল (এন্টিসেপ্টিক সলিউশন) দিয়ে হাত রগড়ে/কচলে নিন।
– হাঁচি-কাশি দেয়ার সময় টিস্যু পেপার দিয়ে অথবা কনুই ভাঁজ করে বা হাত দিয়ে নাক এবং মুখ ঢেকে রাখুন। পরে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
– সর্দি-কাশি এবং ফ্লু জাতীয় উপসর্গের যে কারো সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলুন। এতে হাঁচি কাশি দিয়ে রোগ সংক্রমণের সম্ভাবনা কমে যাবে।
– মাছ, মাংস এবং ডিম এমনভাবে রান্না করুন যেন তা ভালো ভাবে সেদ্ধ হয়।
– বন্য ও গবাদি পশু পাখিদের সাথে অরক্ষিত অবস্থায় সংস্পর্শ যথাসম্ভব এড়িয়ে চলুন।
– ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রদান করা হয়েছে স্বাস্থ্য তথ্য কার্ড।
নিজস্ব প্রতিবেদক/সুবহে জামিল সুবাহ