প্ল্যাটফর্ম নিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার
কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২২ সেপ্টেম্বর কুমিল্লার সিটি করপোরেশন, লাকসাম ও দেবিদ্বার উপজেলায় ১ জন করে মোট ৩ জন মৃত্যুবরণ করেন। এ নিয়ে কুমিল্লা জেলায় কোভিড- ১৯ আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২০০। জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
গত ১১ এপ্রিল ২০২০ কুমিল্লাতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর পর থেকে গত ২২ সেপ্টেম্বর পর্যন্ত ১৬৬ দিনে এই জেলায় মারা গেছেন মোট ২০০ জন। সারা দেশে করোনায় মৃত ব্যক্তির মধ্যে জেলাটির অবস্থান তৃতীয়। প্রথম স্থানে রয়েছে ঢাকা ও দ্বিতীয় স্থানে চট্টগ্রাম।
এদিকে গত ২৪ সেপ্টেম্বর, জেলায় নতুন করে আরও ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। কুমিল্লা জেলায় এখন পর্যন্ত ৩৬ হাজার ২৫৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং ৩৫ হাজার ৪৭৫ জনের প্রতিবেদন পাওয়া গেছে। মোট কোভিড- ১৯ রোগীর সংখ্যা ৭ হাজার ৩৫২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ০৬ হাজার ৩৮ জন।
তথ্যসূত্র: সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লা