প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ২২ জুন, ২০২০
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৫টি আইসিইউ শয্যাসহ যাবতীয় সরঞ্জাম প্রদান করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ।
গতকাল (২২ জুন) সকাল ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. ফরিদুল আলম, হাসপাতাল উন্নয়ন কমিটির সদস্য, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ সরবরাহকৃত ৫টি আইসিইউ শয্যাসহ যাবতীয় সরঞ্জাম গ্রহণ করেন।
আইসিইউ শয্যাসহ যাবতীয় সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে আবুল খায়ের গ্রুপের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত শিল্পপ্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার মো. শাহ আলম মজুমদার, আলতাফ হোসেন, মো. মোবাশশের হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন কুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. আবদুল আউয়াল সোহেল, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু প্রমুখ।
জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের বিশেষ অনুরোধে দ্রুততম সময়ের মধ্যে আইসিইউ শয্যাসহ যাবতীয় সরঞ্জাম সরবরাহ করে দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই শিল্পপ্রতিষ্ঠানটি।