২৩ ফেব্রুয়ারী, ২০২০
কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নবনিযুক্ত হলেন অধ্যাপক ডা. মোস্তফা কামাল আজাদ স্যার। একজন সৎ, নির্ভীক, সময়নিষ্ঠ ও কর্তব্যপরায়ণ ব্যক্তিত্ব হিসেবে শিক্ষক-শিক্ষার্থীমহলে ব্যাপক পরিচিত তিনি।
২০১৪ সাল থেকে দীর্ঘ ৬ বছর যাবৎ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। এর আগে রেডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দীর্ঘদিন কুমেকহা’তে কর্মরত ছিলেন।
তিনি রংপুর মেডিকেল কলেজ থেকে ১৯৮৭ সালে এমবিবিএস পাশ করেন, এর আগে কুমিল্লা জিলা স্কুল থেকে ১৯৭৯ সালে এসএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ১৯৮১ সালে এইচএসসি পাশ করেন।
অমায়িক হাসিতে শিক্ষার্থীদের মন জয় করা অসাধারণ এই ব্যক্তিত্বের হাত ধরে কুমিল্লা মেডিকেল কলেজ অনেকদূর এগিয়ে যাবে এই কামনাই রইলো।
প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টার/
অংকন বনিক জয়
কুমিল্লা মেডিকেল কলেজ