শনিবার, ২২ মার্চ, ২০২৫
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের ভুল ইঞ্জেকশনে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা করেছে রোগীর স্বজনেরা। এরপর পরিস্থিতি অবনতি হলে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়ন করা হয়। শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটেছে। ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলাকারীদের তোপের মুখে পড়ে আহত হয়েছেন কয়েকজন সাংবাদিক।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একজন চিকিৎসক বলেন, “উল্লেখিত রোগীর হৃদরোগের সমস্যার পাশাপাশি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ ছিলো। রোগী আসার সাথে সাথেই জরুরিভাবে চিকিৎসা দেওয়ার পরেও রোগীর অবস্থার অবনতি হতে থাকে এবং রাত আনুমানিক ৯ টায় মৃত্যু বরণ করেন। এ-সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক লাইভ ভিডিওতে রোগীর স্বজনেরা দাবি করেছেন, নার্সের ভুল ইঞ্জেকশনে রোগীর মৃত্যু হয়েছে।
কিন্তু পরবর্তীতে চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে দাবি করে রোগীর স্বজন ও বাইরের লোকজন ডাক্তারের সাথে উচ্চবাচ্য করতে থাকে ও কর্তব্যরত চিকিৎসকদের মারধর করে। এর সাথে তথাকথিত কয়েকজন সাংবাদিক পরিচয়ে উৎসুক জনতাকে উসকে দিয়ে পরিস্থিতি উশৃঙ্খল করে ফেলে এবং চিকিৎসকদের মারধর করে। তখন উপস্থিত চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকগণ আত্মরক্ষার জন্য এবং পরিস্থিতি সামাল দিতে চায়। পরবর্তীতে পরিস্থিতি অবনতি হলে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও দুর্বৃত্তদের হাত থেকে চিকিৎসকদের রক্ষার চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় রোগীর স্বজনদের অনেককেই মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও অন্যান্যদের হুমকি দেন!
এসময় কয়েকজন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী আহত হয়। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিকও মবের সামনে পরেন এবং তারাও আহত হন। উপস্থিত আনসার ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”
এ বিষয়ে জানতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম প্ল্যাটফর্মকে জানান, “আমরা এ নিয়ে জরুরি মিটিংয়ে বসেছি। কেন এই ঘটনা তা জেনে বিষয়টি মীমাংসা করা হবে।”
রাত সোয়া ৩টায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্ল্যাটফর্মকে বলেন, “পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছেন। তাদেরকে জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত জানার পর অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।”
প্ল্যাটফর্ম/এমইউএএস