কুষ্টিয়া মেডিকেলের ছাত্র অয়ন। লেখাপড়া নিয়ে সবসময় সে খুব সিরিয়াস। অত্যধিক সিরিয়াসনেস এর কারণে সে মেডিকেলের সর্বজন স্বীকৃত সর্বশ্রেষ্ঠ আতেল হিসেবে পরিচিত । আতেল হলেও মনে প্রেম থাকবে না এমন তো নয়। ওরিয়েন্টেশন ক্লাসে প্রথম দেখাতেই ভাল লেগে যায় অবন্তীকে। তার পর আস্তে আস্তে পরিচয়, লেকচার খাতা আদান প্রদান, ডেমো দেওয়া, গ্রুপস্টাডি করা এবং একই সাথে বাড়তে থাকে অবন্তীর প্রতি আয়নের দুর্বলতা । কিন্তু অবন্তীর লাইফস্টাইল অয়নের সম্পূর্ণ বিপরীত । তাহলে কি রচিত হবে না অয়ন অবন্তী প্রেম কাব্য? না পাওয়ার ভয় কি অয়নকে বয়ে বেড়াতে হবে সারা জীবন ? এই মধুর সমস্যার শেষ পরিণতি জানতে হলে দেখতে হবে ‘আতেলীয় প্রেম’।
Source: Sharmin liza
Writing: Amal kumar
Amal Kumar
খুব ভাল হইছে দাদা।অনেক ধন্যবাদ 🙂
গানের সিলেকশন গুলা বেষ্ট হইছে।।।।। ???? Amal Kumar
???
sound quality te jhamela
Nice
prem er jonno prof miss!!!!!!!……theme pochondo hoyni……….