২২ মার্চ, ২০২০
সম্প্রতি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে কোভিড১৯। এর বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। কিন্তু চিকিৎসকদের নিজেদের সুরক্ষা সরঞ্জামই এখন অপ্রতুল।এই অবস্থায় এগিয়ে এসেছে বুয়েটের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। তারা নিজস্ব অর্থায়নে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের চিকিৎসকদের জন্য ২৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার এবং ৩৫০ জোড়া গ্লাভস প্রদান করেন।
আজ বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুবতাসীম ফুয়াদ বেগ এই সরঞ্জামগুলো মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ রশিদের হাতে তুলে দেন।
বুয়েট এবং মিটফোর্ড হাসপাতালের মাঝে সমন্বয় সাধন করে চিকিৎসকদের কাছে এগুলো পৌঁছে দেওয়ার মূল ভূমিকায় ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৪৩তম ব্যাচের ডা. তাহমিদ জামান বিশর, ডা. মুহিবুল্লাহ সাঈফ, ডা. সজীব কুমার ঘোষ এবং ৪৪তম ব্যাচের রাইসুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক / অভিষেক কর্মকার জয়