প্ল্যাটফর্ম নিউজ, ৬ জুলাই ২০২০, সোমবার
কোভিড-১৯ এর লক্ষণ শনাক্তকারী রোবট আবিষ্কার করলেন উদ্যোক্তা বিজ্ঞানী শেখ নাঈম হাসান মুন ও তার টিম। রোবটটির নাম দেয়া হয়েছে ‘খোকা’।
মহান মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে একটি রোবট তৈরির পরিকল্পনা করেছিল রোবটিক্স প্রতিষ্ঠান “মেইড ইন বাংলাদেশ রোবটিক্স”। এরই ধারাবাহিকতায়, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিকে আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মোকাবেলা করার জন্য শেখ নাঈম হাসান মুন ও তার টিমের সদস্যরা আবিস্কার করলো “খোকা” নামের এই বিশেষ রোবট।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন গত ৩০ জুন রোবটটি দেখার জন্য বিজ্ঞানী নাঈম হাসান মুনের যশোর উপশহরের বাড়িতে যান। মুন এবং মুনের টিমের অন্যতম সদস্য সাদ্বীপ শাহাদাত দ্বীপ ও নাঈমুল ইসলাম সাদ ডা. শেখ আবু শাহীনের নিকট তাদের তৈরি রোবট “খোকা” উপস্থাপন করেন। তা দেখে তিনি অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, নাঈম হাসান মুন বাংলাদেশ আইসিটি ডিভিশনের ইতিহাসে সর্বকনিষ্ঠ উদ্যোক্তা। একইসাথে তিনি a2i-এক্সেস টু ইনফরমেশন এর কৃষিবন্ধু প্রজেক্ট এর ডিরেক্টর। ড্রোনসহ বেশকিছু আবিস্কার করে তিনি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন।
নিজস্ব প্রতিবেদক/নাঈম হাওলাদার অলি