প্ল্যাটফর্ম নিউজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ৫০৩ জন, মৃত্যুবরণ করেছেন আরো ৪ জন ও আরোগ্য লাভ করেছেন ৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ৪৬৮৯ জন, মোট মৃতের সংখ্যা ১৩১ জন এবং সুস্থ হয়েছেন মোট ১১২ জন।
দুপুর ০২.৩০ ঘটিকায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নতুন মৃত্যুবরণ করা ৪ জন রোগীর ৪ জনই পুরুষ ছিলেন। তাদের ৪ জনেরই বয়স ৫১-৬০ বছরের মধ্যে এবং সবাই ঢাকার।
গত ২৪ ঘণ্টায় ৩৬৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যা গতদিনের চেয়ে ৭.৯% বেশি।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলকে বাড়িতে থেকেই সেহরি ও ইফতারসহ রমজানের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন। একইসাথে ইফতারের পর সবাইকে কুসুম গরম পানি, মধু, আদা ও ভিটামিনযুক্ত খাবার গ্রহণের মাধ্যমে নিজেদের সুস্থতা নিশ্চিতের কথা বলেছেন।
ধর্ম মন্ত্রনালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে, ১২ জনের অধিক তারাবির জামাত করা যাবে না।