শনিবার, ১১ এপ্রিল ২০২০
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর সর্বশেষ তথ্যমতে বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগি শনাক্ত হয়েছেন মোট ৪৮২ জন। যার মধ্যে শুধু মাত্র ঢাকা বিভাগেই ৩৭৬ জন শনাক্ত হয়েছেন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটিতে ২৩৭ জন ও নারায়ণগঞ্জে ৭৫ জন।
ঢাকা শহরে শনাক্ত রোগীর সংখ্যা অনুযায়ী সবচেয়ে ঝুঁকিতে রয়েছে মিরপুর। মিরপুরের বিভিন্ন এলাকার মোট শনাক্ত রোগীর সংখ্যা ২২জন। আরো যেসব উল্লেখযোগ্য ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে তাদের মধ্যে টোলারবাগে ১৯ জন, উত্তরাতে ১৫ জন, ধানমন্ডিতে ১৪জন, ওয়ারিতে ১৩ জন, বাসাবোতে ১২ জন, যাত্রাবারিতে ১১ জন, লালবাগে ১১ জন, মোহাম্মদপুরে ১০ জন রোগি শনাক্ত করা সম্ভব হয়েছে।
এছাড়াও আরো প্রায় অর্ধশতাধিক এলাকাতে কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
ইতোমধ্যেই এসব এলাকা হতে রোগটির ছড়িয়ে পড়া রোধে এলাকা লক ডাউন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পাহারা সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক/ মোঃ নাফিউল ইসলাম টিপু