প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুন ২০২০, শনিবার
বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক জরীপ সংস্থা ওয়ার্ডওমিটার্সের তথ্য অনুযায়ী, সারাবিশ্বে বাংলাদেশের অবস্থান ১৮ তম।
শনিবার (১৩ জুন) বেলা আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৮৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৮৪ হাজার ৩৭৯ জন।
জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার্সের পরিসংখ্যান অনুযায়ী, শনিবারের এই ব্রিফিংয়ের আগ পর্যন্ত ৮৩ হাজার ৭৫ জন আক্রান্ত নিয়ে চীনের অবস্থান ছিল তালিকার ১৮ নম্বরে। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ছাড়িয়ে যাওয়ার পর সেই অবস্থানটি এখন বাংলাদেশের।পাশাপাশি এশিয়ার দেশগুলোর মাঝে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ স্থানে উঠে এসেছে। বাংলাদেশের আগে রয়েছে ভারত, ইরান, তুরষ্ক, পাকিস্থান, সৌদি আরব।
প্রসঙ্গত, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ১৩৯ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৭ হাজার ৮২৭ জন।