১ এপ্রিল ২০২০: গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ৩ জন, মৃত্যুবরণ করেছেন আরও ১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ৫৪ জন, মোট মৃতের সংখ্যা ৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২৫ জন।
আজ দুপুর ১২.১৫ এ এক ভিডিও ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জনাব জাহিদ মালেক স্বপন।
এছাড়া রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় জাতীয় স্বাস্থ্য বাতায়নে ৬৭৫০১টি এবং আইইডিসিআর এর হটলাইনে ৩৯১১টি ফোন এসেছে। তার মধ্যে ১৫৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে ও ১ জনকে আইসোলেশন মুক্ত করা হয়েছে। দেশে বর্তমানে মোট আইসোলেশনে আছেন ৭৩ জন।
জাতীয় স্বাস্থ্য বাতায়ন ও আইইডিসিআর এর হটলাইনে মোট ১০৮১২ জন স্বেচ্ছাসেবী চিকিৎসক নিয়োজিত আছেন। নারী চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীদের যেন ফোনে কোন রকম হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে ব্যবস্থা নিবে আইইডিসিআর। অশালীন মন্তব্যকারী গ্রাহকদের কল ট্রেস করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।