নিজস্ব প্রতিবেদক,
২৯ মার্চ, ২০২০
কোভিড-১৯ এ ইতালিতে মৃতের মিছিল যেন থামছেই না, বরং বেড়েই চলেছে দিনদিন। এই মহামারীতে শুধুমাত্র ইতালিতে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে প্রায় ১০,০০০ মানুষ যা মোট মৃত্যুর তিন ভাগের এক ভাগ। গত ২৪ ঘন্টায় ইতালিতে মৃত্যুর সংখ্যা ৮৮৯ জন। এর আগেরদিনের রেকর্ডসংখ্যাক ৯১৯ জন এর চেয়ে তা কম হলেও এখনো তা অনেক বেশি। কবে থামবে এ মৃত্যু পথযাত্রা তা জানে না কেউ।
সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট মহামারী কোভিড-১৯। চীন থেকে এ ভাইরাস ছড়িয়ে পড়লেও যথাসময়ে উপযুক্ত প্রতিরোধ ও প্রতিকারের মাধ্যমে এই রোগকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে চীন। বিশ্বজুড়ে অনেকগুলো দেশে ছড়িয়ে পড়লেও মৃত্যুর সংখ্যায় ইতালির আশেপাশেও কেউ নেই। এখন পর্যন্ত পুরো বিশ্বে মৃতের সংখ্যা প্রায় ২৯,০০০ যার মধ্যে শুধু ইতালিতেই প্রায় ১০,০০০ জন। ইতালিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা, তবুও কমছে না মৃত্যুর মিছিল। হয়তো থেমে যাবে সপ্তাহে, হয়তোবা মাসে, হয়তোবা তারও বেশি, ইতালীতে সেরে উঠুক এই গভীর ক্ষত থেকে, এই সকলের কামনা।