০৯ এপ্রিল ২০২০: গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ১১২ জন, মৃত্যুবরণ করেছেন ১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ৩৩০ জন, মোট মৃতের সংখ্যা ২১ জন এবং সুস্থ হয়েছেন মোট ৩৩ জন।
দুপুর ০২.৩০ ঘটিকায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহেদ মালিক স্বপন। তিনি আরো জানান, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২,০০০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার তৈরি করা হবে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মিরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, কোভিড-১৯ এ নতুন করে মৃত্যুবরণ করা রোগী ছিলেন ষাটোর্ধ্ব একজন পুরুষ, তিনি ঢাকার অধিবাসী ছিলেন।
নতুন শনাক্ত ১১২ জন রোগীর ৭০ জন পুরুষ ও ৪২ জন নারী। তাদের মাঝে ৩ জনের বয়স ১০ বছরের নিচে, ৯ জন ১১-২০ বছর, ২৫ জন ২১-৩০ বছর, ২৪ জন ৩১-৪০ বছর, ১৭ জন ৪১-৫০ বছর, ২৩ জন ৫১-৬০ বছর এবং ১১ জন রোগীর বয়স ৬০ বছরের ঊর্ধ্বে। নতুন শনাক্ত রোগীর মধ্যে সর্বোচ্চ ৬২ জন ঢাকার এবং ১৩ জন নারায়ণগঞ্জের অধিবাসী। তিনি সবাইকে আবারো নিজ নিজ ঘরে অবস্থানের এবং জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।
গত ২৪ ঘন্টায় ঢাকায় ৬১৮ এবং ঢাকার বাইরে ৪৭৯ জনের, অর্থাৎ মোট ১০৯৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহের পরিমাণ গতকালের তুলনায় ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিদা কোভিড-১৯ মোকাবেলায় দিনরাত কর্মরত নবীন ও প্রবীণ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরো বলেন, এরাই এই যুদ্ধে অগ্রগামী সৈনিক। সাধারণ মানুষকে রক্ষায় চিকিৎসকরাই এগিয়ে আসছেন, মানুষের সেবায় তারাই ঝাঁপিয়ে পড়ছেন। আর তাই আলোচনা-সমালোচনা নয়, এখন প্রয়োজন চিকিৎসকদের বন্ধু ভাবা এবং তাদের সহযোগিতা করা।
নিজস্ব প্রতিবেদক/সামিউন ফাতীহা