১৭ এপ্রিল ২০২০: গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ২৬৬ জন, মৃত্যুবরণ করেছেন আরো ১৫ জন ও আরোগ্য লাভ করেছেন ৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ১৮৩৮ জন, মোট মৃতের সংখ্যা ৭৫ জন এবং সুস্থ হয়েছেন মোট ৫৮ জন।
দুপুর ০২.৩০ ঘটিকায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহেদ মালিক স্বপন। তিনি আরো জানান, বাংলাদেশে এখন পর্যন্ত ৩২% রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে এবং ৮% রোগীকে আইসিইউ সাপোর্ট দিতে হয়েছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মিরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, মোট ১৮৩৮ জন রোগীর ৬৮% রোগী পুরুষ ও ৩২% রোগী নারী। ৪৬ শতাংশ রোগীই ঢাকার অধিবাসী, তার মধ্যে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে মিরপুরে। আক্রান্ত রোগীদের সর্বোচ্চ ২১% রোগী ২১-৩০ বছরের মধ্যে, ১৯% রোগীর বয়স ৩১-৪০ বছরের মধ্যে ও ১৫% রোগীর বয়স ৪১-৫৯ বছরের মধ্যে।
গত ২৪ ঘণ্টায় ২১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে বর্তমানে ২০টি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক/সামিউন ফাতীহা