প্ল্যাটফর্ম নিউজ, ২৬ জুলাই, ২০২১, সোমবার
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার শহীদ চিকিৎসকদের মিছিলে যুক্ত হলেন বীর মুক্তিযোদ্ধা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক উপ-পরিচালক এবং প্যাথোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. শামসুদ্দিন চৌধুরী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি বেশ কিছুদিন যাবৎ চট্টগ্রামে অবস্থিত একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরবর্তীতে গতকাল রাতে ১১.৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর সহধর্মিনীও করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শামসুদ্দিন চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের উপ-পরিচালক এবং প্যাথোলজি বিভাগের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।
চিকিৎসা সমাজের এই অমূল্য নক্ষত্রকে হারিয়ে আজ প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।