২২ মার্চ ২০২০: কোভিড-১৯ এ নতুন শনাক্ত হলেন আরো ৩ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পুরোনো ২ জন রোগী। এ নিয়ে কোভিড-১৯ এ দেশে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ জনে, মোট সুস্থ হয়েছেন ৫ জন, চিকিৎসাধীন আছেন ২০ জন।
বিকাল ৩.৩০ ঘটিকায় এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ৬৫ জনের নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর। বর্তমানে আইসোলেশনে আছেন ৭০ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৫ জন। নতুন আক্রান্ত রোগীদের ২ জন বিদেশফেরত, অপরজন শনাক্ত এক রোগীর সংস্পর্শে আসায় আক্রান্ত হয়েছেন।
এদিকে স্থগিত করা হয়েছে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পরিবর্তীত তারিখ পরবর্তীতে জানানো হবে।