২৩ মার্চ ২০২০: বাংলাদেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরো একজন রোগী। ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক ও দুইজন নার্সসহ নতুন শনাক্ত হলেন আরো ৬ জন। এ নিয়ে কোভিড-১৯ এ দেশে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩ জনে এবং মোট মৃতের সংখ্যা ৩ জন।
বিকাল ০৪.০০ ঘটিকায় এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি আরো জানান, চিকিৎসাধীন ২৫ জন রোগীর মাঝে ২৪ জনের অবস্থাই আশঙ্কামুক্ত। ১ জন রোগী আগে থেকেই কিডনির রোগে ভুগছিলেন এবং ডায়ালাইসিসে ছিলেন, তার ডায়ালাইসিস এখনো চলছে।
বর্তমানে দেশে আইসোলেশনে আছেন ৫১ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৬ জন। এ পর্যন্ত আক্রান্ত মোট ৩৩ জন রোগীর মধ্যে ঢাকায় ১৫ জন, মাদারীপুরে ১০ জন, নারায়ণগঞ্জে ৩ জন, গাইবান্ধায় ২ জন, চুয়াডাঙ্গায় ১ জন, গাজীপুরে ১ জন এবং কুমিল্লায় ১ জন শনাক্ত হয়েছেন।