২১ মার্চ ২০২০: কোভিড-১৯ এ মারা গেলেন গতকাল আইসিইউতে থাকা ৭০ বছর বয়সী এক ব্যক্তি। নতুন শনাক্ত হলেন আরো ৪ জন। এ নিয়ে কোভিড-১৯ এ দ্বিতীয় ব্যক্তির মৃত্যু ঘটে দেশে এবং মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ জনে।
দুপুরে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জনাব জাহিদ মালেক স্বপন। তিনি আরো জানান, করোনা পরীক্ষার জন্য আরো ৭টি স্থান নির্দিষ্ট করা হবে। শেখ হাসিনা বার্ন ইউনিট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালকে কোয়ারেন্টাইনের উদ্দেশ্যে প্রস্তুত করা হচ্ছে।
দেশে বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৫০ জন, হোম কোয়ারেন্টাইনে আছেন প্রায় ১৪,০০০ জন।
এদিকে ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। স্থগিত করা হয়েছে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনও।