প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
করোনা মহামারীতে শহীদ হলেন আরেকজন চিকিৎসক। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন ডা. মুহাম্মদ হোসেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৫ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।
করোনা ভাইরাসের সংক্রমণজনিত জটিলতায় রাজধানীর স্কয়ার হাসপাতালের ICU তে চিকিৎসাধীন অবস্থায় আজ (১ অক্টোবর) দুপুর ১২টা ৩৯ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।