প্ল্যাটফর্ম নিউজ, ২ জুলাই ২০২০, বৃহস্পতিবার
কোভিড-১৯ আক্রান্ত হয়ে আজ রাত ১২.১৭ মিনিটে মৃত্যুবরণ করেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম. এ. ওয়াহাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম. এ. ওয়াহাব ছিলেন দেশের চিকিৎসক সমাজের এক উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি মেডিসিন বিশেষজ্ঞ। প্রায় দুই সপ্তাহ আগে তিনি কোভিড-১৯ আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউ তে স্থানান্তরিত করা হয়, দেয়া হয়েছিল প্লাজমা থেরাপিও। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ রাত আনুমানিক ১২.১৭ ঘটিকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি একদিকে যেমন ছিলেন রোগীবান্ধব ডাক্তার, তেমনই ছিলেন পিতৃসুলভ শিক্ষক। করোনা মহামারির সময়ে তিনি চিকিৎসা সেবা দিয়েছেন মানুষকে, এমনকি দরিদ্র মানুষের পাশে আর্থিক সহায়তা নিয়েও ছিলেন এই কিংবদন্তি চিকিৎসক।
অধ্যাপক ডা. এম. এ. ওয়াহাবের মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছে।