প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ১ জুলাই, ২০২০
করোনা মহামারীতে শহীদ হলেন আরেকজন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন ডা. ফারহানা হক (তানিয়া)। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সৌদি আরবের রিয়াদে কর্মরত ডা. ইশতিয়াক হুসেইন (ডিউক) এর স্ত্রী ডা. তানিয়া, রিয়াদে অবস্থিত “শিফা আল্ জাজিরা পলিক্লিনিক”এ কর্মরত ছিলেন। চট্টগ্রামের USTC মেডিকেল কলেজের ৮ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি।
তিনিই প্রথম প্রবাসী বাংলাদেশি মহিলা চিকিৎসক যিনি কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে সৌদি আরবে মৃত্যুবরণ করলেন। এ পর্যন্ত সৌদি আরবে কর্মরত ছয় জন চিকিৎসক কোভিড-১৯ দ্বারা সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করলেন।
করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবের রিয়াদ সেন্ট্রাল হাসপাতালের ICU তে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (৩০ জুন) স্থানীয় সময় দুপুর ১২ ঘটিকায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।