প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ১৩ জুলাই, ২০২০
করোনা মহামারীতে শহীদ হলেন আরেকজন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন ডা. এ কে এম মাকসুদুল হাসান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি সৌদি আরবস্থ “আরার সেন্ট্রাল হাসপাতাল” এ অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘ ১৫ বছর যাবৎ কর্মরত ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের ২০ তম ব্যাচের ছাত্র ছিলেন তিনি। তিনি ময়মনসিংহ জেলার স্থায়ী অধিবাসী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং তিন কন্যা রেখে গিয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (১২ জুলাই) শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।