প্ল্যাটফর্ম নিউজ
বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
বুধবার সন্ধ্যাঁয় কুমিল্লা সিভিল সার্জন অফিস থেকে কুমিল্লা জেলায় আরো ১০ জনের করোনা ভাইরাস পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছে৷ এই নিয়ে কুমিল্লা জেলায় মোট করোনা ভাইরাস দ্বারা রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হলেন মোট ২৮ জন ও মৃত্যবরণ করেন ১জন৷ তবে গত ২৪ ঘন্টায় কোন মৃত্যু হয়নি।
কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নতুন শনাক্ত হওয়া ১০ জনের উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে যথাক্রমে তিতাস ১ জন, দাউদকান্দি ৩ জন, বুড়িচং ১ জন, চান্দিনা ৩ জন, হোমনা ১ জন এবং চৌদ্দগ্রামে ১ জন।
কুমিল্লা জেলায় বর্তমানে ১০১৭ জন হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে আছেন। সর্বমোট ৪৩৩৯ জন কোয়ারান্টাইনের মধ্যে ৩৩২৩ জনকে কোয়ারান্টাইন শেষে ইতিমধ্যে রিলিজ করা হয়েছে৷
এই পর্যন্ত কুমিল্লা জেলায় যে ২৮ জন করোনা রোগে আক্রান্ত হলেন তাদের উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছেঃ তিতাস ৮ জন, দাউদকান্দি ৫ জন, দেবিদ্বার ২ জন, বুড়িচং ৪ জন, বরুড়া ১ জন, চান্দিনা ৪ জন, ব্রাহ্মনপাড়া ১ জন, সদর দক্ষিন ১ জন, হোমনা ১ জন, চৌদ্দগ্রাম ১ জন৷
তথ্যসূত্রঃ সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লা
প্ল্যাটফর্ম প্রতিবেদক/ মো. সাখাওয়াত হোসেন