প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ১৭ মে, ২০২০
দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।
তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে চিকিৎসকসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এভাবে ক্রমাগত তাঁরা আক্রান্ত হতে থাকলে দেশের চিকিৎসাসেবা কার্যক্রম হুমকির মুখে পড়বে!
গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে চিকিৎসক, নার্সসহ নতুন করে আরো ৯ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাটিতে আক্রান্ত হলেন মোট ৫০ জন।
কুড়িগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগ জানায়,
“আক্রান্তদের মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় ৬ জন ও ফুলবাড়ী উপজেলায় ৩ জন। সদরের ছয়জনের মধ্যে একজন জেনারেল হাসপাতালের নার্স ও অপরজন ওয়ার্ডবয়। বাকি ৪ জন কাঁঠালবাড়ি ইউনিয়নের। এদিকে ফুলবাড়ীতে আক্রান্ত ৩ জন হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা, তাঁর ভাই ও এসি ল্যান্ডের গাড়িচালক।”
কুড়িগ্রামের সিভিল সার্জন হাবিবুর রহমান এ প্রসঙ্গে বলেন,
“আজ শনিবার ৯০ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এর মধ্যে ৯ জনের করোনা পজিটিভি এসেছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ১২৭ জনের। এদের মধ্যে ফল এসেছে ৮৮৯ জনের। জেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৫০ জন। সুস্থ হয়েছেন ৭ জন।”
প্রসঙ্গত, করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে, নিজগৃহে অবস্থান করেই সুস্থ ও নিরাপদ থাকা সম্ভব।