প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ২২ মে, ২০২০
দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।
গত ২৪ ঘন্টায় গাজীপুরে নতুন করে আরো ৪৫ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট ৭১৮ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮৪ জন পোশাক শ্রমিক আছেন।
গাজীপুর জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান,
“এ পর্যন্ত গাজীপুর জেলার মধ্যে কালিয়াকৈরে ৭০ জন, কালীগঞ্জে ১১১ জন, কাপাসিয়ায় ৮৩ জন এবং গাজীপুর সদরে ৪১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট সাত হাজার ৬১৮ জনের নমুনা পরীক্ষা করে ৭১৮ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩ জন।”
উল্লেখ্য, লকডাউন পরিস্থিতিতেও বিভিন্ন ধরণের ছোট-বড় গার্মেন্টস, শিল্পকারখানা খুলে দেয়ার কারণে জেলাটিতে আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে।