প্ল্যাটফর্ম নিউজ,
রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।
গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে আরো ১৬ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তকৃতদের মধ্যে ২জন চিকিৎসকসহ ৬ জন স্বাস্থ্যকর্মীও আছেন। এ নিয়ে এখন পর্যন্ত জেলাটিতে মোট করোনা শনাক্ত হলো ২৯ জনের।
আজ রবিবার (২৬ এপ্রিল) যশোরের সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে চিকিৎসকসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। জেলাটিতে আক্রান্ত ২৯ জনের মধ্যে আজকে শনাক্ত হওয়া ২ জন চিকিৎসকসহ এখন পর্যন্ত মোট ৯ জন স্বাস্থ্যকর্মীও আছেন জেলাটিতে আক্রান্তের তালিকায়।
যশোর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে,
“গত ২৪ ঘণ্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। চার জেলার ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জন শনাক্ত হন। এর মধ্যে সবচেয়ে বেশি যশোর জেলায় আছেন ১৬ জন।”
যশোরের সিভিল সার্জন চিকিৎসক শেখ আবু শাহীন বলেন,
“যশোরের নতুন শনাক্তকৃত ১৬ জনের মধ্যে ২ জন চিকিৎসক ও ৪ জন স্বাস্থ্যকর্মী আছেন। চিকিৎসকদের মধ্যে একজন যশোর জেনারেল হাসপাতালে ও অপরজন চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। যশোর জেনারেল হাসপাতালে কর্মরত ওই চিকিৎসক বেসরকারি একটি হাসপাতালের চেম্বারে বসে করোনায় আক্রান্ত একজন রোগীকে চিকিৎসা সেবা দিয়েছিলেন। সেখান থেকেই তিনি আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া ৪ জন স্বাস্থ্য কর্মীর মধ্যে ২ জন করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কাজ করছেন। এই দুজন শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন।”
নতুন আক্রান্ত ১৬ জনের মধ্যে ৯ জনই যশোর পৌর ও আশেপাশের এলাকার বাসিন্দা। নতুন আক্রান্তদের মধ্যে যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একজন ভর্তি আছেন। করোনা চিকিৎসার জন্য তাকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। করোনায় আক্রান্ত আরো ২ জন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়