প্ল্যাটফর্ম নিউজ, ১৩ নভেম্বর ২০২০, শুক্রবার
বর্তমানে করোনার প্ৰভাব ক্রমাগত বেড়েই চলেছে এবং এর সাথে আমাদের শরীরতন্ত্রে রেখে যাচ্ছে কিছু দীর্ঘকালীন ইফেক্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে যে সিস্টেমে লং টার্ম ইফেক্ট রেখে যেতে পারে –
হার্টের সমস্যা- হার্ট পেশীর ক্ষতি এবং হার্ট ফেইলিউর।
ফুসফুসের সমস্যা- ফুসফুসের টিস্যুর ক্ষতি এবং রেস্ট্রিকটিভ ফুসফুস৷
মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের সমস্যা- ঘ্রাণশক্তি লোপ (এনোসমীয়া), থ্রম্বোএম্বোলিক ইভেন্টস (পালমোনারি এম্বোলিজম, স্ট্রোক) এবং স্মৃতিশক্তি লোপ পাওয়া।
মানসিক সমস্যা- উদ্বিগ্নতা, হতাশা, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং ঘুমের ব্যাঘাত৷
পেশীসংক্রান্ত জটিলতা এবং অন্যান্য সমস্যা- জয়েন্ট এবং পেশীতে ব্যথা, ক্লান্তি৷
সূত্রঃ