১৬ মার্চ, ২০২০
আজ রাজধানীর মহাখালীতে এক সংবাদ সম্মেলনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (IEDCR) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, দেশে করোনা ভাইরাসের শনাক্ত রোগী এখন ৮ জন। গত শনিবার পর্যন্ত এ সংখ্যা ছিল ৫ জন। নতুন করে আক্রান্ত তিন জন একই পরিবারের সদস্য যাদের মধ্যে দুজনই শিশু।
গত ৮ মার্চ সর্বপ্রথম বাংলাদেশে তিন জন করোনা রোগী শনাক্ত হন। এদের মধ্যে দুজন ইতালি ফেরত প্রবাসী ছিলেন। বাকি একজন ছিলেন প্রবাসী পরিবারের সদস্য । গত ১৪ মার্চ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও দুজনের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬ হাজার ৫১৫ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৭৭ হাজার ৭৫৩ জন সুস্থ হয়েছেন। ভাইরাসটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫১৫ জন।